প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৩:১৪ পূর্বাহ্ণ
আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে-শামীম ওসমান
আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে-শামীম ওসমান
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিবের আদালতে সশরীরে জবাব দেন শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, ‘আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে। প্যালেস্টাইনে ইহুদিরা যেভাবে মানুষের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেভাবে জীবন্ত মানুষ মারা হচ্ছে সেখানে যদি যুদ্ধ বন্ধ করতে পারে; প্যালেস্টাইনের দাবি মেনে নিতে পারে আমি মনে করবো জাতিসংঘের এ ধরনের কথা বলার এখতিয়ার আছে। (দুই) ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে। (তিন) বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা ১০ বছর ধরে পরে আছে। বার্মা (মিয়ানমার) সেই রোহিঙ্গাদের ফেরত নেয়নি। আমি জাতিসংঘকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো বাংলাদেশকে ছবক দেওয়ার আগে, কোনো মানবতা কিংবা আইন শেখানোর আগে ১২ লাখ রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিন।’
তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘকে প্রশ্ন করবো উনারা রাজনৈতিক দল কাকে বলবেন? যারা ২০১৩-১৪ সালে ৫০০ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, তিন হাজার ২২৬ জনকে আগুন দিয়েছে, ৯০টি রেলগাড়িতে আগুন দিয়েছে..এগুলো অতীতের কথা। বর্তমানে প্রতিনিয়ত অগ্নিসংযোগ করছে। তাদের উনারা রাজনৈতিক সংগঠন বলবেন নাকি সন্ত্রাসী সংগঠন বলবেন?’
এমপি শামীম ওসমান বলেন, ‘এ কথাগুলো পরিষ্কার করার পর যদি ইসরাইলের যুদ্ধ থামাতে পারে, যদি ইউক্রেনে যুদ্ধ থামাতে পারে, ১২ লাখ রোহিঙ্গাদের ফেরাতে পারে তাহলে অনুরোধ করবো আপনারা আমাদের উপদেশ দেবেন। আমরা অবশ্যই উপদেশ মেনে নেবো।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কারো পায়ের ওপড় ভর দিয়ে দাঁড়িয়ে নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নিচু করে থাকার জন্য সৃষ্টি হয়নি।’এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.