নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, “আমি পদপদবীর জন্য রাজনীতি করি না, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি।” “রাজনীতি আমার কাছে সেবা করার মাধ্যম। আমি কখনো পদ বা ক্ষমতার রাজনীতি করিনি। আমি রাজনীতি করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের গণতন্ত্র আজ বিপন্ন অবস্থায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও লিফলেট বিতরণ কর্মসূচি ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি সম্প্রতি যে ৩১ দফা ঘোষণা করেছে, সেটি দলটির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দলটি দেশের প্রশাসনিক, বিচারিক ও রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে চায়—যেখানে থাকবে জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা।
ইকবাল হোসেন বলেন, “এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ পাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সাধারণ মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবে।”
তার বক্তৃতায় ইকবাল হোসেন দৃঢ়ভাবে বলেন, “আমি রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য। আমি মানুষের পাশে আছি এবং থাকব। পদ মর্যাদার মাধ্যমে নয়, জনগণের আস্থার মাধ্যমেই আমি রাজনীতি করতে চাই।”
তিনি বলেন, “রাজনীতিতে অনেকেই ক্ষমতার জন্য আসে, কিন্তু আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবক হিসেবে। জনগণের যে আস্থা ও ভালোবাসা আমি পেয়েছি, সেটাই আমার সবচেয়ে বড় পদ।”
ইকবাল হোসেন তার বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আজ বিএনপির প্রত্যেক কর্মীর উচিত নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। “বিএনপির শক্তি হচ্ছে জনগণ। এই শক্তিকেই কাজে লাগিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ নেতা-কর্মীরা।