ঢাকা প্রতিনিধি।।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।
গাজীপুর আদালত পরিদর্শক আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে তাহরিমা জান্নাত সুরভীর পক্ষে তার আইনজীবী গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে।
গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে।
তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মামলায় তাহরিমার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে।