মঙ্গলবার ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫৫
শিরোনামঃ
আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে:কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন অন্তর্বর্তী সরকারের বোয়ালখালীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারি বেশি দূরে নয়,আমরা সবাই ভোট দেবো-প্রধান উপদেষ্টা শ্রাবণ মাসে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তদের উপচে পড়ছে ভিড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি ৫ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থান দিবস-সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন পুরোনো বাংলাদেশে আমরা আর ফিরতে চাই না-তাসনিম জারা কালিয়াকৈর একটি বাসা থেকে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার একই এলাকায় তিনটি রাজনৈতিক দল সংগঠনের কর্মসূচি কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই- কর্মসূচি শান্তিপূর্ণ সমাপ্তিতে নগরবাসী স্বস্তি প্রকাশ

আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে:কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ
  • ২ ০৯ বার দেখা হয়েছে

‘আজকে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দোসরমুক্ত হয়নি।আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে গত বছরের এই দিনে কিছু সুবিধাবাদী, স্বৈরাচারের দোসরা অবস্থান নিয়েছিল ছাত্র-জনতার বিপক্ষে৷ তারা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য। তাদের বলতে চাই আলো আর আসবে না। আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। আপনারা অন্ধকারে নিমজ্জিত আর আপনাদের চেহারা দেখা যাবে না। ’ 

কথাগুলো বলেছিলেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার ও বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।  

রোববার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মূল ফটকের সামনে চলচ্চিত্র কর্মীদের আয়োজনে চলচ্চিত্রের কালো দিবস কর্মসূচিতে এ কথা বলেন তিনি।  

কোটা সংস্কার আন্দোলনের দেশের শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়। একদল আন্দোলনের পক্ষে তো আরেকদল ফ্যাসিস্ট সরকারের পক্ষে ছিল। শুধু তাই নয়, আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক নিয়ে একটি গ্রুপ খোলা হয়। যেটির নাম রাখা হয় ‘আলো আসবেই’। গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা।

সেই সব শিল্পীদের উদ্দেশ্য করে নায়ক উজ্জ্বল বলেন, আজ আমরা কালো পতাকা হাতে দাঁড়িয়ে আছি কারণ আপনারা অন্ধকারের মাঝে চোরের মতো পালিয়ে যান। আপনাদের দেখলে আমাদের ঘৃণা হয় আপনার আর জনসম্মুখে আসবেন না। যদি শিল্পকলা, এফডিসি, বিটিভি কিংবা বাংলা একাডেমির দিকে তাকান দেখবেন আপনাদের জন্য অন্ধকার ছেয়ে গেছে।

উজ্জ্বল আরও বলেন, আপনাদের যে নৈতিক অবক্ষয় হয়েছে সেটা স্বীকার করে জাতির কাছো ক্ষমা চান। কিন্তু সেটা আপনারা এখনও করেননি৷ আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াব, কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও ঠাঁই হবে না।  

ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে চান বলে জানান নায়ক উজ্জ্বল।

ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা বলেন, আপনারা দেখেছেন গত ১৭ বছর কীভাবে সংস্কৃতি অঙ্গনটাকে দলীয়করণ করেছিল। কিন্তু আমরা যারা আজ কালো দিবস পালন করছি আগামীতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কাজে নিয়জিত হবো। আমার এমন কর্মক্ষেত্র তৈরি করব যেখানে তরুণ প্রজন্মের মেধাবী তারা যেন নিজেদের চলচ্চিত্র শিল্পে নিয়োজিত করতে পারে। আমরা কখনও চাইব না দলীয়করণ করতে। কারণ এই ক্ষেত্রটা মেধাবীদের জন্য৷ এই দেশ, জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে মেধার কারণে।  

প্রসঙ্গত, ‘আরও দেবো রক্ত, করবো ফ্যাসিবাদ দোসর মুক্ত, রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ এমন প্রতিপাদ্য নিয়ে চলচ্চিত্রের কালো দিবস পালন করেন চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা। সেখানে তারা ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া শিল্পী-কলাকুশলীদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকা ভুক্ত করার দাবি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell