প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ণ
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি
ঢাকা প্রতিবেদক।।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনোনয়ন ফরম বিতরণ সাক্ষাৎকারের সময়সূচি: কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে।
প্রার্থীদের সাক্ষাৎকার:
১. ২২ ডিসেম্বর সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ। বেলা ১১টা থেকে ১টা ৩০ পর্যন্ত, রাজশাহী বিভাগ ও বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর বিভাগ।
২. ২৩ ডিসেম্বর মঙ্গলবার- খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত খুলনা বিভাগ ও বেলা ০২টা থেকে বিকাল ৪টা
বরিশাল বিভাগ।
৩. ২৪ ডিসেম্বর বুধবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা বিভাগ ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.