প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ৪:৪১ পূর্বাহ্ণ
আহম্মদে মোহাম্মাদীয়া দরবার শরীফে ,মাওলা আলীয়ে মুসকিল কোশা ফাতেহা করা হয়
নগর সংবাদ রিপোর্ট ।।নারায়ণগঞ্জ কলেজ রোডস্থ ,আহম্মদ মোহাম্মাদীয়া দরবার শরীফে,হযরত মাওলা আলী কারামাল্লাহ আজহু( রাঃ)পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে ২০ শে রমজান আছর নামাজের পর,আহলে বায়আত পাক পান্জাতন, শেরে খোদা মাওলা আলী আজহুর মুশকিল কোশা ফাতেহা মিলাদ উদযাপন করা হয়,উক্ত মহতী মাহফিলের আয়োজন করেন ,আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের গদ্দীনসাীন পীর, হযরত শাহসূফী আমির হোসেন দেওয়ান,উপস্থিত ছিলেন কুটু দেওয়ান,শাহজাদা আরমান দেওয়ান,শাহজাদীয়ে ডালিয়া রাজ,মিলাদ পরিচালনা করেন,খাদেমে বাদশাহ-আব্দুল রিয়েল রাজা (রাজা শাহ) দয়াল বাবা আহম্মদ চানঁ শাহ রহঃ এর ভক্ত বৃন্দ|
ইয়া মাওলা আলী তোমার সান মান নিয়ে বলার যোগ্য নই এবং পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু তোমার সান মান বলে শেষ করা যাবে না, ইয়া মাওলা এই অধম পাপী গোলামদের আহলে বাইতের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও এবং এর হাকিকত বুঝার জ্ঞান দান করে আমাদের সকলকেই গুরু মুখি হবার তৌফিক দান করো... আমিন...|
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.