 
								 
												নগর সংবাদ।।আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি -নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার
আড়াইহাজারে ডিবি পরিচয়ে চাঁদা দাবি, নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার, নারায়ণগঞ্জ আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে এক নারীকে নির্যাতন করে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ ৫ প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রেখা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে। গ্রেপ্তারকৃতরা হলো- নেত্রকোনা বাট্টা বড় বাড়ীর শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জ নোয়াপাড়া মোল্লাবাড়ীর রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা সুজন (৩৪), তাঁর স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জ শেখনগর ৫নং ওয়ার্ড আলমপুর উত্তরপাড়ার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকা আশকোনা মোল্লারটেক এলাকার আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার (২৯)। মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ওই প্রতারক চক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী রেখা বেগমের বাসায় প্রবেশ করে। এসময় তারা গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। রেখা বেগম টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় সে চিৎকার করলে প্রতারক চক্রের সদস্যরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রেখা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে আটক করে। এসময় আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলাম নামে এক প্রতারক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে থানায় নিয়ে আসে
 
						
						 
						
						