নগর সংবাদ।।নারায়ণগঞ্জের আড়াইহাজারে নূর মোহাম্মদ রনি (২২) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে আড়াইহাজার থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চালকদের মারধরের মামলা করে পুলিশ।
গ্রেফতার রনি উপজেলার কৃষ্ণপুরা এলাকার রহমতুল্লাহর ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, উপজেলার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পায়রা চত্বর এলাকায় অটোরিকশা, ইজিবাইক, সিএনজি, কাভার্ডভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিলেন রনি। চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে তিনি তাদের শারীরিকভাবে জখম করতেন।
সোমবার (৩০ মে) দিনগত মধ্যরাতে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে তথ্য পেয়ে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন। জানিয়েছেন, আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে দৈনিক ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করতেন।