প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
আড়াইহাজারে ১৩ বছরের মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার।
নগর সংবাদ।। আড়াইহাজারে ১৩ বছরের এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে। এ ঘটনায় রাতেই ধর্ষিতার মা থানায় একটি মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা মামলার বরাত দিয়ে জানান, মেয়েটি স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করে।
মাদারসার আসা-যাওয়ার পথে প্রায়ই আগুয়ানদী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে সেলিম (৩২)উত্যক্ত করতো এবং বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত। ঘটনার সময় মেয়েটির মা বাড়ির পশ্চিম পাশের জমিতে ধান মাড়াই করতে যায়। এই সময় মেয়েটি বাড়ির পাশের একটি পরিত্যাক্ত পাওয়ারলুম ফ্যাক্টরীর ভিতরে পানি খাইতে যায়।
পরে লম্পট সেলিম পিছন দিক হতে এসে মেয়ের মুখ চেপে ধরে পাওযারলুম ফ্যাক্টরীর দরজা আটকে দেয়। তখন মেয়েটি ডাকচিৎকার করলে ওরনা দিয়ে মুখ বেধেঁ এবং চর থাপ্পর মেরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরো জানান, আসামী গ্রেফতারের চেস্টা চলছে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.