প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৮:২৪ পূর্বাহ্ণ
ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র -জয় গোস্বামীর জন্ম ও নূর হোসেনের প্রয়াণ দিবস আজ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা
১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার। ২৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ
জয় গোস্বামী
বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি। পশ্চিমবঙ্গের বিখ্যাত কলকাতা শহরে ১৯৫৪ সালের ১০ নভেম্বর জন্ম। ভারতীয় পশ্চিম বাংলার এই কবি বাংলা ভাষার উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি হিসেবে পরিগণিত। তার কবিতা চমৎকার চিত্রকল্পে, উপমা এবং উৎপ্রেক্ষায় ঋদ্ধ। তিনি দুইবার আনন্দ পুরস্কার লাভ করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে অনিতা-সুনিল বসু পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, ভারতীয় ভাষা পরিষদ, রচনা সমগ্র পুরস্কার, বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন। তার বিখ্যাত কবিতাগুলো হলো- ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ, নুন, বিষাদ, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, দগ্ধ ইত্যাদি।
নূর হোসেন
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী। ১৯৬১ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় ব্যক্তিত্ব তিনি। ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয়েছে। প্রতি বছরের ১০ নভেম্বর বাংলাদেশে ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালন করা হয়। এছাড়া তিনি যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন, তার নামানুসারে সেই জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে নূর হোসেন চত্বর।
ঘটনা
১৪৯৩- ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।
১৬৯৮- কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।
১৯০৮- বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।
১৯৭০- ফিজি স্বাধীনতা লাভ করে।
১৯৮২- পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা যায়।
১৯৮৬- বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়।
জন্ম
১৪৮৩- জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা মার্টিন লুথার।
১৮৪৮- ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৮৯৩- বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম।
৯৩৬- মার্কিন ভাষাবিজ্ঞানী পল পোস্টাল।
১৯৬০- ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার নিল গাইমান।
১৯৮৫- বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার আফতাব আহমেদ।
মৃত্যু
১৮৯১- ফরাসি কবি ও শিক্ষাবিদ জ্যঁ নিকোলা আর্তু র্যাঁবো।
১৯০৮- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল দত্ত।
১৯৩২- ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারানি সুনীতি দেবী।
১৯৩৮- তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কামাল আতাতুর্ক।
দিবস
নূর হোসেন দিবস, (বাংলাদেশ)
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.