ইন্টারভিউতে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা একটি শান্তিপূর্ণ প্মিমিছিল করলেন।। আজ বেলা একটায়, ইন্টারভিউতে বঞ্চিত আপার প্রাইমারী চাকরি প্রার্থীরা , গান্ধী মূর্তির পাদদেশ থেকে বেলা একটায় মিছিল করলেন প্লাকার হাতে নিয়ে, মিছিল শুরু হয় গান্ধী মূর্তির পাদদেশ থেকে মাতঙ্গিনী হাজরার কাছ হয়ে শহীদ মিনারে মাঠের মধ্য দিয়ে, ধর্মতলা বাস স্ট্যান্ড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হয়, প্রায় আড়াইশো থেকে ৩০০ চাকরি প্রার্থী একত্রিত হয়ে এই মিছিলে যোগদান করেন। এবং তাদের একটাই দাবি ন্যায্য চাকরি চাই।
ন বছর ধরে বিভিন্ন প্রতারণায় তারা দিন গুণছেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তারা জানান নয় বছরের যন্ত্রণা প্রতারনার স্বীকার, তারা বলেন শ্রী নয় ভাতা নয়, যোগ্যতায় চাকরি চাই, লক্ষী ভান্ডার নয় আমার মায়ের ৫০০ টাকা নয় আমাদের চাকরি চাই।, আপডেট সেটে নিয়োগ চাই গেজেট মেনে নিয়োগ চাই, আমরা ভিক্ষে চাই না যোগ্যতা দিয়ে চাকরি চাই।
, সারা পশ্চিমবাংলায় স্কুলে স্কুলে শিক্ষক নাই, ছাত্র আছে তবে কেন চাকরি নাই, কেন চাকরি দালালের হাতে বিক্রি হচ্ছে, আমরা তার জবাব চাই।, সারা পশ্চিমবাংলায় রাজ্যজুড়ে শিক্ষক ছাড়া ধুঁকছে বহু উচ্চ প্রাথমিক বিদ্যালয়, তবুও মাননীয় মুখ্যমন্ত্রী হুসনায় শিক্ষামন্ত্রী নজর নয়। আমরা আমাদের চাকরি চাই। যোগ্যতা মেনে চাকরি চাই। এটাই আমাদের দাবি।, নটি বছর ধরে আমরা রাস্তার উপর বহু যন্ত্রনা সহ্য করছি, নটি বছর ধরে আমরা বঞ্চিত, আর আমরা মেনে নেব না, মুখ বুজে থাকব না, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই চোরেদের শাস্তি চাই , শিক্ষক ছাড়া স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের দাবি মানতে হবে,। তাই গ্রামে গঞ্জে আপার প্রাইমারি স্কুলগুলিকে দৈন্য দশা থেকে মুক্তি দিতে, গেজেট মেনে সেটে নিয়োগ চাই, পশ্চিমবাংলায় এত দুর্নীতি কেন, দুর্নীতি মুক্ত চাই, , যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা আরো আন্দোলনের পথে যাব এবং আমাদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা আদায় করে নেব ...... এই মিছিল আমাদের শান্তিপূর্ণ মিছিল ,আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী ন্যায্য ও উপযুক্ত চাকরী প্রার্থীদের চাকরি দিক,,........ ।।।।