ঢাকা প্রতিনিধি। ঢাকার কেরানীগঞ্জে বন্ধুকে জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাং ‘হ্যাঁচকা গ্রুপ’–এর চার সদস্য। গলা কেটে জখমের পর ওই তরুণকে মৃত ভেবে ফেলে যান ছিনতাইকারীরা। তবে ওই তরুণ বেঁচে যান। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন। ভুক্তভোগী অটোরিকশাচালকের নাম শাওন দাস (২০)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের মুহুরিপট্টি এলাকার রাম চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোর গ্যাং হ্যাঁচকা গ্রুপের প্রধান শাকিল আহমেদ ওরফে হ্যাঁচকা শাকিল (২০), সজীব মিয়া (২১), আলমগীর হোসেন (২০) ও আনন্দ (২০)। পুলিশের ভাষ্য, ভুক্তভোগী ও ছিনতাইকারী—সবাই পূর্বপরিচিত ও বন্ধু। ঈদে ফুর্তি করার জন্য অটোরিকশাচালক বন্ধুকে ডেকে নির্জন স্থানে নিয়ে হত্যাচেষ্টা চালান অন্যরা।