নগর সংবাদ।। ১ মাস সিয়াম সাধনার পরে আসে ‘পবিত্র ঈদুল ফিতর,উদযাপন উপলক্ষে নারায়নগঞ্জসহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদ মোবারক। মুসলিম জাতীর জন্য খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই.সর্বস্তরের মুসলিম উম্মাহদের প্রতি আমার পক্ষ থেকে রইলো ঈদের “সালাম” শুভেচ্ছা “ঈদ মোবারক”।
ঈদ মোবারক’ হল একটি আরবি শব্দ যার অর্থ হল “আনন্দ উদ্যাপন কল্যাণময় হোক সমগ্র পৃথিবীর মুসলমানরা ঈদ-দুল ফিতরের উৎসবে করে থাকেন শুভেচ্ছা বিনিময়। মুসলিম রীতিতে চাঁদ দেখার পরেই শুরু হয়ে যায় প্রিয়জনদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক মধুর পর্ব, খুশির বার্তা বহন করে নিয়ে আসে ঈদুল ফিতর ,