প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ
ঋতুভেদ //কবিতা =কবি সৈয়দা ফেরদৌস সুুলতানা
ঋতুভেদ //কবিতা =কবি সৈয়দা ফেরদৌস সুুলতানা
আষাঢ়ে ঝমঝম ঝরে মেঘের অভিমান হরদম যুদ্ধ প্রকৃতি নিরুপায়। ব্যাঙমা আর ব্যাঙামির উচ্চস্বরে আলাপনে রাতের অন্ধকারে দূর বনে ঝিঁঝিপোকা মান ধরে ক্ষণিকের ধমকা হাওয়ায় ভাসানো ঘরের চালা। এঁকেবেঁকে চলতে থাকে সরীসৃপ আঙিনা দ্বার আষাঢ়ের জলেডোবা চারাগাছ পচেগলে কৃষকের বুকে আগুন ধিকিধিকি জ্বলে উঠে। হারানো সেই দিন আর বুঝি ফিরবে না! চৈত্র আর আষাঢ়ের তফাত নেই তাই! হায়া- মায়া উঠে গেছে ঋতুতে কী দোষ্যতা! ২০/০৭/২০২৩ইং ঝর্ণা হাউজ। কুমিল্লা।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.