২ ০আগস্ট পবিত্র আশুরা হিসেবে চিহ্নিত। এটি এই মাসের সর্বাধিক স্মৃতিবিজড়িত দিন। এই দিনেই খাদ্য-পানীয় ছাড়া মরুভূমিতে একা পড়েছিলেন হুসেন এবং শত্রু সেনারা তাঁকে নির্মম ভাবে হত্যা করে।
ইতিহাস ও তাৎপর্য
১৪৪৩ বছর আগে ৬২২ খ্রিষ্টপূর্বে হজরত মোহাম্মদ (স:) নবীজীর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মোহাম্মদ(স:) নবীজীর পৌত্র এবংহজরত আলি (রাঃ) আজহু র পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে শাহাদাৎ বরন করেন।
ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরমের পৃথক, কারণ এই মাসটি হল শোকজ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনও উৎসব পালিত হয় না। শিয়াদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। একে ততবীর বা কামা জানি বলা হয়। আবার সুন্নিরা এদিন উপবাস পালন করেন ও ‘ইয়া হুসেন’ অথবা ‘ইয়া আলি’ উচ্চারণ করে।