প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২১, ২:৫২ পূর্বাহ্ণ
একটা দিন বাকি বড়দিনের ,বিভিন্ন চার্চে চলছে সাজানোর কাজ।
নগর সংবাদ:রিপোর্টার কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস।।আর মাঝে একটা দিন বাকি বড়দিনের ,বিভিন্ন চার্চে চলছে সাজানোর কাজ, কোথাও চলছে লাইটিংয়ের ঝলমলে আলোর কাজ, কোথাও চলছে চার্চের গায়ে বিভিন্ন যীশুর মডেল বসিয়ে সাজানোর কাজ,
তারমধ্যে দূরদূরান্ত থেকে মানুষের ভিড় জমছে চার্চে চার্চে, আর কোথাও দেখা যায় বিভিন্ন রকম জিনিস নিয়ে বিক্রি করতে, আর এই স্থান গুলো জমে উঠবে মানুষের ভিড়ে ,আর বড়দিনের উৎসবে মেতে উঠবে সারাদেশ, চলবে সারাক্ষণ নজরদারি, পুলিশি পাহারা ,
তাই রাস্তার দু'ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করে বাধা হচ্ছে, যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে , এই রকম চিত্র নজরে আসলো ,এখন বাঙ্গালীদের কাছেও এই উৎসবটা বড় হয়ে উঠেছে, শুধু খ্রিস্ট ধর্মীয় নয় বাঙালিরা এই দিনটাকে উপভোগ করে এবং আনন্দে মেতে উঠে সকাল থেকে,। চলবে কয়েকদিন ধরে নানান অনুষ্ঠান নাচ ,গান।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.