নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।রাত ১২ টার আগেই চাষাঢ়া শহীদ মিনার এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধাজানাতে মানুষের ঢল নামে।
১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নাসিকের কর্মকর্তা কর্মচারীরা, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা আওয়ামীলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, মহানগর যুবদল, মহানগর ছাত্রদল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, জেলা কারাগারের কর্মকর্তারা, পিবিআই এর কর্মকর্তারা, ইউএনও সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।