একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনে আসলেন পুলিশ কমিশনার ওএকুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনে আসলেন পুলিশ কমিশনার ও bomsquad এর অফিসার ও কুকুর।।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো””
১৯ শে জুলাই শনিবার, ঠিক বিকেল চারটায়,২১ শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে আসলেন, কলকাতার পুলিশ কমিশনার ও বোম স্কোয়াডের অফিসার এবং মেটাল ডিরেক্টর সহ কুকুর, এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন,
বিভিন্ন ডিস্ট্রিকের আই পি এস অফিসারেরা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার এম কে ভার্মা, আই পি এস অফিসার ইন্দ্রানী মুখার্জী, রুপেশ বাবু, রাহুল বাবু সহ বহু আই পি এস অফিসার, ক্যালকাটা পুলিশ অফিসার, গোয়েন্দা বিভাগ এবং এম এল এ, কাউন্সিলর সহ অন্যান্যরা। আর মাত্র একটা দিন বাকী, অমর একুশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
একুশে জুলাই ঠিক দুপুর বারোটায়, আর তারই মঞ্চ ও মাইক বাঁধার কাজ চলছে ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে, একুশে জুলাই এর আগেই, আজ ঠিক দুপুর বারোটা থেকে বিদ্যুৎ ও ঝড়ো হাওয়া সহকারে প্রবল বৃষ্টি নামে, ফলে ডেকোরেটারদের কাজে বাধা, সম্পূর্ণ হয়নি এখনো মঞ্চের কাজ, তাহারা চেষ্টা করছেন, ভিজে ভিজেও কাজ শেষ করার, ঠিক পৌনে তিনটে নাগাদ বৃষ্টি একটু কমলেই শুরু হয়ে যায় মন চেয়ে তোর জোর কাজে, মঞ্চে রং করা থেকে শুরু করে কাপড় বাঁধার কাজ,
তাহাতে আজও কালকের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারেন। তারি মধ্যে পরিদর্শনে আসলেন, পুলিশ কমিশনার এম কে ভার্মা, তিনি সকল অফিসারদের নিয়ে মঞ্চের নিচো থেকে উপড় পর্যন্ত প্রতিটি জায়গা খতিয়ে দেখলেন, এবং অন্যান্য অফিসারদের সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন,
এরপর মঞ্চ দিকে নেমে সোজা চলে যান সি ই এস সি হেড অফিসের ভেতর, সেখান। কার পরিস্থিতিও ক্ষতিয়ে দেখেন, সি ই এস সি হেড অফিস দি থেকে বেরিয়ে, হাঁটতে হাঁটতে সোজো পরিদর্শন করেন ও ক্ষতিয়ে দেখেন বিভিন্ন রাস্তার মোড়, যে সকল জায়গায় মানুষের সমাগম হবে, কে সি দাস মোড়, ডরিনা ক্রসিং, ওয়াই চ্যানেল, মেট্রো সিনেমার সামনে পর্যন্ত , এরপর সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি একুশে জুলাইয়ের অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন, যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে,
সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, কিছুক্ষন মৃত্যু চ্যানেলে সামনে ট্রাফিক কন্ট্রোল রুমে বসে, তারপর রওনা দেন , আজকের এই প্রবল বৃষ্টি হওয়ার ফলে, কাজের গতি যে কিছুটা কমে গিয়েছে, সেই সম্বন্ধেও তিনি ব্যক্ত করেন। তিনি বলেন সময়ে সবকিছু কাজ শেষ হয়ে যাবে আশা করছি।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো