একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার নতুন দিগন্তে কাজ করবে দারুল আরকাম মডেল একাডেমি
নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া উপজেলা দারুল আরকাম মডেল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শনিবার ১১ই জানুয়ারি রাঙ্গুনিয়া দারুল আরকাম মডেল একাডেমির প্রাঙ্গনে শিক্ষক আজিজুল হাসান এর সঞ্চলানায় মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে আনুষ্ঠিকভাবে কার্যক্রম শুরু হয়। দারুল আরকাম মডেল একাডেমির সহকারী শিক্ষক ক্বারী সিবগাতুল্লাাহ কোরআন তিলায়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মাওলানা শওকত হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআন ও দাওয়াহ বিভাগের সহযোগী অধ্যাপক যাইতুন একাডেমির চেয়ারম্যান ও দারুল আরকাম মডেল একাডেমির উপদেষ্টা ডক্টর আমিনুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল আরকাম মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সরোয়ার হোসেন, মুহাম্মদ শাহআলম , এস এম মহি উদ্দীন বাবু, ব্যাংকার ইলিয়াছ হোসেন সহ বিভিন্ন অতিথিবৃন্দ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্ষুদে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা যায় দারুন উদ্দীপনা। আনন্দে -উল্লাসে কলকাকলিতে অনুষ্ঠানে আনন্দচিত্তে মেতে উঠে। ওরিয়েন্টেশনে নাশিদ ও প্রেজেন্টেশন পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থীর মধ্যে নুসাইবা বিনতে শওকত, সাইফা আক্তার, হাফেজ মইনুল ইসলাম। দারুল আরকাম মডেল একাডেমির উপদেষ্টা ড. আমিনুল হক স্যারের প্যারেন্টস ওয়ার্কশপ মধ্যে দিয়ে অভিভাবকদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই সময় তিনি বলেন- রাঙ্গুনিয়া আধুনিক যুগউপযোগী শিক্ষার নতুন দিগন্তে কাজ করবে দারুল আরকাম মডেল একাডেমি, আলোকিত মানুষ গড়ার লক্ষে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে সৎ, মেধাবী হওয়ার প্রয়াস থাকবে আমাদের একাডেমির কার্যক্রম। উল্লেখ্য রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা আবাসিক প্রবেশমুখ আধুনিক মানসম্মত আরবি ইংরেজি বাংলা সহ ন্যাশনাল কারিকুলামে আবাসিক-অনাবাসিক ডে কেয়ার শিক্ষা কার্যক্রম চালু করেছে রাঙ্গুনিয়া দারুল আরকাম মডেল একাডেমি।