প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২১, ২:৩৫ পূর্বাহ্ণ
এক অবুঝ বালকের মিনতি ——————————————— মোঃ আশিকুর রহমান
এক অবুঝ বালকের মিনতি --------------------------------------------- মোঃ আশিকুর রহমান
★★★★★★______★★★★★★ এক অবুঝ বালক কেঁদে কেঁদে করছে মিনতি, আকাশ পানে তাকিয়ে থাকে, বুঝেনা কেউ তার মতি গতি।। সে যে মনে মনে ডাকছে তার মাকে, মাগো তুমি এতো নিঠুর হলে কিভাবে।। সেই যে গেলে আর এলেনা, আমার কাছে ফিরে দ্বারে দ্বারে ঘুরি মাগো,কেউ নেয়না তুলে ঘরে। কেউ তো মাগো তুমার মতো নেইনা আমার খবর, তুমি যাবার পর থেকেই যেন সবাই হল পর।। লোকে বলে তুমি নাকি আকাশের তারা, মন দিয়ে ডাকলে নাকি দিবে তুমি সারা।। তাইতো আমি আজও মাগো ডাকি শুধু তোমায়, তুমিও কি তাদের মত বুঝনাকো আমায়।। এই অবুঝ বালক কেঁদে কেঁদে টুকরে টুকরে মরে, আসনা মা ফিরে তুমি নাওনা আমায় কোলে।।। সময় : 2019 ইং।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.