নগর সংবাদ।।এক শিশুকে ধর্ষণের পর হত্যা -স্ত্রীকে হত্যা দুটি রায়.আসামির মৃত্যুদণ্ড বহাল।
আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজন এবং স্ত্রীকে হত্যার অপর মামলায় আরেক আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ পৃথক দুটি রায় ঘোষণা করেন। এই দুটি মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
যৌতুকের জন্য নিজের স্ত্রী মাসুদা খাতুনকে হত্যার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটবাটা গ্রামের স্বামী মো. আব্দুল লতিফকে মৃত্যুদণ্ড দেন সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট আব্দুল লতিফের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সে রায়ের বিরুদ্ধে আব্দুল লতিফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সেই জেল আপিল আজ খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
আদালতে ওই মামলায় আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সৈয়দ মুহাইমেন বকস কল্লোল।
এছাড়া ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে তারাবির নামাজের সময় আট বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ ও গলাটিপে হত্যা করে শাহিদুল ইসলাম শেখ। ওই রাতেই গ্রামবাসী শাহিদুলকে আটক করে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের মা জীবননেসা বাদী হয়ে মামলা করলে পুলিশ শাহিদুলকে গ্রেফতার করে।
এ মামলার বিচার শেষে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২ জানুয়ারি শাহিদুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট শাহিদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শাহিদুল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল করেন। সে জেল আপিল খারিজ করে আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।