চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এনায়েতপুর থানার গোপালপুর মসজিদ রোড চত্বরে জনসভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাও শাহ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আলী আলম। এ সময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাক্তার সেলিম রেজা, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রশিদ শামীম, দৌলতপুর ইউপি সাবেক চেয়ারম্যান রফিক উল্লাহ খন্দকার ও গোপালপুর সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন এনায়েতপুর থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোল্লা মোঃ আব্দুস সালাম। সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে পুরাতন ফ্যাসিবাদ অথবা নব্য কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। জামায়াতে ইসলামীর নেতৃত্বে মানবিক বাংলাদেশের যে স্লোগান উঠেছে আগামী নির্বাচনে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তা বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ। বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীরা ইসলামী ছাত্রশিবিরকে আস্থা ও নির্ভরতার ঠিকানা হিসেবে পেয়েছে। যার ফলশ্রুতিতে শত বাধা, হুমকি ধমকির মধ্যে ও ছাত্র-ছাত্রীরা দল মতে ঊর্ধ্বে উঠে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে। বিশ্ববিদ্যালয় থেকে যে বিজয়ের সূচনা হয়েছে আগামী জাতীয় নির্বাচনেও তা অব্যাহত থাকবে।