মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিবেদক – সিরাজগঞ্জের এনায়েতপুরের মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছায় বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল হয়। সোমবার দুপুর বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল জলিল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা। এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আতিকুল ইসলাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক প্রধান আব্দুল কাদের মিয়া ও ধুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশাররফ হোসেন সহ গুনিজনেরা বক্তব্য রাখেন।