এপেক্স ক্লাব অব নোয়াখালীর এজিএম সম্পন্ন,সভাপতি শাহাজান, সেক্রেটারি কচি
নোয়াখালী প্রতিনিধি :
এপেক্স ক্লাব অব নোয়াখালীর এজিএম সম্পন্ন হয়েছে। এতে এপেঃ মো.শাহজাহানকে ২০২৫ সালের প্রেসিডেন্ট এবং এপেঃ ইব্রাহিম খলিল উল্লাহ কচিকে সেক্রেটারি করে ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এজিএম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুরসহ বিভিন্ন ক্লাব থেকে আগত ১শত ৫০জন এপেক্সিয়ান অংশ নেন।
এজিএম অনুষ্ঠানে এপেঃ মুজাহিদুল ইসলাম সোহেলকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেঃ দিবাশ্রী ভট্টকে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেঃ শামসুদ্দিন সৈকতকে ট্রেজারার, এপেঃ হুমায়ুন কবিরকে সার্ভিস ডিরেক্টর, এপেঃ শিবলু মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর, এপেঃ মোঃ সোয়েবুর রহমান সোহাগ পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর, এপেঃ মোঃ মোশারফ হোসেন মামুনকে ফেলোশীপ ডিরেক্টর, এপেঃ মোশারফ হোসেন রয়েলকে সার্জেন্ট এ্যাট আর্মস হিসাবে ঘোষণা করা হইয়াছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এপেক্স বাংলাদেশের অতীত সভাপতি নিজাম উদ্দিন পিন্টু । অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব নোয়াখালীর বোর্ড সদস্যরা বিগত বছরের কার্যবিবরণী পেশ করেন।সভায় বিভিন্ন ক্লাব থেকে আগত অবজারভারগণ রির্পোটের উপর আলোচনা করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব নোয়াখালীর লাইফ মেম্বার এপেঃ মাহমুদুর রশিদ হাসান, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স ক্লাব অব নোয়াখালীর পিপি এপেঃ আবু ছায়েদ, এপেঃ মোনাব্বর হোসেন সেলিম , আইপিপি এপেঃ আলাউদ্দিন সোহেল , বর্তমান প্রেসিডেন্ট এপেঃ মোঃ নজরুল ইসলাম ।
এই যে অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ নোয়াখালীর নতুন পুরনো সদস্য ও সদস্যদের পরিবারবর্গ, লাইফ মেম্বারগণ, ও বিভিন্ন ক্লাবের অবজারভারগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরও খবর...