এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায়।
ঢাকা প্রতিনিধি।।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসার উদ্দেশ্যে বের হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
হাসপাতাল থেকে বের হয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় উঠবেন বলে জানা গেছে। এ সময় তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।
এছাড়া বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
বিমানবন্দর থেকে লালসবুজ রঙের ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বাসের সামনের অংশে দাঁড়িয়ে হাত নেড়ে লাখো জনস্রোতের অভিবাদন গ্রহণ করেন।
সেখান থেকে জনস্রোত এড়িয়ে এভাকেয়ারে অসুস্থ মায়ের কাছে পোঁছাতে সন্ধ্যা পেরিয়ে যায়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এভাকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন।
যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।