ঢাকা প্রতিনিধি।।
এমপিওভুক্তির দাবিতে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় চারজন শিক্ষক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এরপর আহতদের একে একে হাসপাতালে নেওয়া হয়।
আহতরা হলেন— সাতক্ষীরার আসাদুজ্জামান (৪৭), সিরাজগঞ্জের ইকবাল হাসান (৪০), ঝিনাইদহের মোস্তাকিন (৪৫) ও বাবু (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, বিকেলের পর থেকে আহতদের হাসপাতালে আনা হয়। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর ন