এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি-শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এমপি নিজে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে এক বক্তব্যে এ দাবি করেন তিনি। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।
শামীম ওসমান বলেন, “গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে, ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা পঁচাত্তরের পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুর ভয় করি না।” তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনেছে। আমরা মত্যুর ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে, তারেক রহমানকে। যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে।’ শামীম ওসমান আরও বলেন, ‘এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।