গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের পরিবহনের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ সার্ভিস চালু হয়েছে।
গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি মো. তৌহিদুল ইসলাম দীপ জানান, মহানগর পুলিশ সম্প্রতি গাজীপুরে মহাসড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করায় স্বল্প দূরত্বের যাত্রীদের যাতায়াতে যানবাহনের সংকট দেখা দেয়। এমতাবস্থায় গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী যথা সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ পরিস্থিতি দেখে গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে দ্বিতীয় পরীক্ষার দিন থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে পরিবহনের জন্য চারটি বাস সরবরাহ করা হয়েছে। বাসগুলো গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের কাছে পৌঁছে দেবে। এজন্য তাদের কোনো ভাড়া দিতে হবে না।
টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মো. তারেক বলে, এ সার্ভিস দেওয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে যেতে পারছি। তবে প্রথম দিন এ সার্ভিস না থাকায় বাস সংকট ও ভিড়ের কারণে আমাদের কেন্দ্রে যেতে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে।
একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক পরীক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, প্রথম দিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে বোর্ডবাজারের বাসা থেকে টঙ্গী কেন্দ্রের উদ্দেশে ছেলেকে নিয়ে বের হই। প্রায় আধাঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারিনি। পরে অনেক দুশ্চিন্তার মধ্যে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পরীক্ষা শুরুর সময়ে কেন্দ্রে পৌঁছেছি। কিন্তু পরদিন থেকে গাজীপুর ইয়ুথ ক্লাবের ফ্রি বাস সার্ভিসে কোনো দুর্ভোগ ছাড়াই যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পেরেছি। তাদের এ উদ্যোগকে ধন্যবাদ জানাই।
তৌহিদুল ইসলাম দীপ আরও জানান, এ সার্ভিসে সার্বিক সহযোগিতা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রয়োজনে আরও বাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।