রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৫
শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়া রাজানগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত Logo ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত Logo মঞ্চে পারফর্ম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ মিশিয়ে বাজিয়ে চলে গেলেন না ফেরার দেশে গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু Logo কলমাকান্দায় অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকার সুপারী জব্দ Logo থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলভার (নাইন এমএম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার Logo গাইবান্ধায় ইসলামি জলসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ-আহত ১০ Logo মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে,১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি-(আইজিপি) Logo টাঙ্গাইল মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত Logo সুন্দর সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিলে বিকল্প নেই Logo বিজয়ের মাসে রাঙ্গুনিয়া কর্ণফুলী ক্রীড়া পরিষদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

কক্সবাজারের টেকনাফ ২০০ কোটি টাকার কোরবানির গরু-মহিষ আটকা পড়েছে,

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২১, ৪:২৯ অপরাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।কক্সবাজারের টেকনাফ ২০০ কোটি টাকার কোরবানির গরু-মহিষ আটকা পড়েছে,

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ করিডর দিয়ে গবাদিপশু আমদানি সরকার হঠাৎ বন্ধ করায় অর্ধশতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। কারণ, সীমান্তের ওপারে তাঁদের ২২ হাজারের মতো কোরবানির গরু-মহিষ আটকা পড়েছে, যেগুলোর দাম প্রায় ২০০ কোটি টাকা। ব্যবসায়ীরা কোরবানির আগে পশুগুলো দেশে আনার সুযোগ দাবি করেছেন। তা না হলে তাঁরা বড় লোকসানে পড়বেন বলে জানান।  গত রোববার জেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির এক অনলাইন বৈঠকে শাহপরীর দ্বীপ করিডর দিয়ে নৌপথে মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধের সিদ্ধান্ত হয়, যা সোমবার থেকেই কার্যকর করা হয়েছে। বৈঠকে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ কারণে দুদিন ধরে এই করিডর দিয়ে পশু আমদানি বন্ধ রয়েছে। গত মে ও জুন মাসে শাহপরীর দ্বীপ করিডর দিয়ে ২৫ হাজার ৮৬৮টি গরু ও ৪ হাজার ২৫৮টি মহিষ আমদানি হয়েছে। এর আগে মার্চ ও এপ্রিল মাসে আসে ১১ হাজার ৮৮৬টি গরু ও ২ হাজার ৪২৪টি মহিষ। জানতে চাইলে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সরকারি সিদ্ধান্তে এ পথ দিয়ে পশু আমদানি বন্ধ করা হয়েছে। এখন কেউ মিয়ানমার থেকে পশু নিয়ে এলে অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমার থেকে কোরবানির পশু আমদানির জন্য দেশের ব্যবসায়ীদের প্রচুর টাকা বিনিয়োগ প্রসঙ্গে জেলা প্রশাসকের সাফ জবাব, এ ক্ষেত্রে তাঁর করার কিছু নেই। তিনি শুধু সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে শাহপরীর দ্বীপে গিয়ে জানা যায়, এদিন মিয়ানমার থেকে কোনো পশু আমদানি হয়নি। ১২ থেকে ১৩ জন পশু ব্যবসায়ী সেখানে উদ্বেগ নিয়ে অবস্থান করছেন।  পশু আমদানিকারক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোরবানির সময় বিক্রির জন্য মিয়ানমারের আকিয়াব (সিঠুয়ে) থেকে প্রায় ৬০০টি গরু কিনেছি। এ জন্য প্রায় ৬ কোটি টাকা বিনিয়োগ করেছি। গত ১২ দিনে প্রায় ১০০টি গরু দেশে এসেছে। অবশিষ্ট ৫০০ গরু এরই মধ্যে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় পশুগুলো আনা সম্ভব হয়নি। হঠাৎ পশু আমদানি বন্ধ করায় দিশা হারিয়ে ফেলেছি। কোরবানির আগে গরুগুলো আনতে না পারলে বিনিয়োগের টাকা তুলে আনা সম্ভব হবে না।’ টেকনাফের গুদারবিল গ্রামের পশু ব্যবসায়ী আবু ছৈয়দ জানান, মিয়ানমারে তাঁর ৯৮০টি গরু ও মহিষ কেনা আছে। প্রতিটির ওজন পাঁচ মণের বেশি। নিষেধাজ্ঞার কারণে তিনি পশুগুলো আনতে পারছেন না। অন্য ব্যবসায়ীদের মধ্যে টেকনাফ সদরের মো. আবদুল্লাহর ৫০০টি, আবদুল্লাহ মুনিরের ৮০০টি, কামরুল হাসানের ৮০০টি, আলমগীরের ৮০০টি; খারাংখালীর উলা মংয়ের ৫০০টি, চৌধুরীপাড়ার ম ম চিংয়ের ৮০০টি, দক্ষিণ জালিয়াপাড়ার নুরুল আলমের ৫০০টি, সাবরাংয়ের শরীফ আহমদের ৪০০টি, শাহপরীর দ্বীপের আবদুল শুক্কুরের ৬০০টি গরু ও মহিষ এখন মিয়ানমারে আটকে আছে। শাহপরীর দ্বীপ করিডর পশু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসিম প্রথম আলোকে বলেন, প্রতিবছর কোরবানির সময় দেশে পশুর সংকট দেখা দেয়। সে সংকট মোকাবিলা ও চাহিদা পূরণের জন্য সরকারিভাবে মিয়ানমার থেকে পশু আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়। গত বছর কোরবানির সময় এ করিডর দিয়ে অন্তত ৩০ হাজার পশু আনা হয়। এবারও অন্তত ২২ হাজার গরু-মহিষ কিনেছেন ব্যবসায়ীরা। এতে বিনিয়োগ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। কিন্তু হঠাৎ এ করিডর বন্ধ করায় অর্ধশতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলেন, আমদানি বন্ধ থাকলে স্থানীয় বাজারে কোরবানির পশুর নিয়ে সংকট দেখা দিতে পারে। তখন দেশীয় পশুর দামও বেড়ে যাবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। সরকারও রাজস্ব হারাবে।  জানতে চাইলে টেকনাফ কাস্টমসের সুপার মো. আবদুন নুর জানান, সর্বশেষ গত বৃহস্পতিবার এ করিডর দিয়ে পাঁচ শতাধিক পশু আমদানি হয়েছিল। এর পর কয়েক দিন পশু আমদানি হয়নি। ব্যবসায়ীরা জানান, আকিয়াব থেকে বড় কাঠের জাহাজ অথবা ট্রলারে করে বঙ্গোপসাগরে প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে পশু আনা হয় শাহপরীর দ্বীপ করিডরে। প্রতিটি গরু ও মহিষের বিপরীতে রাজস্ব নেওয়া হয় ৫০০ টাকা করে। কাস্টমস সূত্র জানায়, গত মে ও জুন মাসে শাহপরীর দ্বীপ করিডর দিয়ে ২৫ হাজার ৮৬৮টি গরু ও ৪ হাজার ২৫৮টি মহিষ আমদানি হয়েছে। এর আগে মার্চ ও এপ্রিল মাসে আসে ১১ হাজার ৮৮৬টি গরু ও ২ হাজার ৪২৪টি মহিষ। চার মাসে পশু আমদানির বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell