নগর সংবাদ।।কক্সবাজার থেকে ইয়াবা এনে ফরিদপুরে বিক্রির সময় মংতিন রাখাইন (৩৪) নামে যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৫ জুন) রাতে শহরের উত্তর কমলাপুর মহল্লা থেকে এক হাজার ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তার দুই সহযোগী বোয়ালমারীর কয়ড়া পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান শিমুল (২২) এবং শহরের কুঠিবাড়ী কমলাপুরের মনির হোসেনের স্ত্রী তাসলিমা জাহানকেও (২৫) আটক করা হয়।
ফরিদপুরের ডিবির ওসি রাকিবুল ইসলাম জানান, আটক যুবক মংতিন প্রায় পাঁচ হাজার পিস ইয়াবার একটি চালান নিয়ে ফরিদপুরে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এরআগেও মংতিন ইয়াবার চালান নিয়ে ফরিদপুরে এসেছিলেন।
তিনি বলেন, মংতিন একবার তার বাড়ি খাগড়াছড়ি আবার কক্সবাজার জেলায় বলে জানাচ্ছেন। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।