রামু প্রতিনিধি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ মৌলভীরকাটা বদিউল আলম (পাগলা বদুর) এর স্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়েছে। আহত গৃহবধু জানান, সোমবার ১১ জুলাই সন্ধ্যায় একই এলাকার শাহলমের ছেলে আজিজের নেতৃত্বে, সাদ্দাম, বাহাদুরসহ ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাটিসুটা নিয়ে, পূর্ব শত্রুতার জের ধরে, ওই গৃহবধুর বসত ভিটাতে অবৈধ প্রবেশ করে, বাড়ির ফলজ ও বনজ গাছ কেটে, সিমানা ভাংচোর করে।
এতে গৃহবধু বাঁধা দেওয়ার চেষ্টা করলে, সন্ত্রাসীরা তার উপর ঝাপিয়ে পড়ে, মারধর শুরু করে। এক পর্যায়ে আজিজের হাতে থাকা ছুরিকা আঘাতে মহিলাটি মাটিতে লুটিয়ে পড়লে, সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মারত্বক আহত অবস্থায় উদ্ধার করে, রামু হাসপাতালে ভর্তি করে। তবে হামলার বিষয়টি সাজানো বলে দাবী করেন অভিযোক্তরা। স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনার আগেও ওই আজিজ বাহিনী তাদের উপর হামলা ও বসত ঘর ভাংচোর চালিয়েছিল। যার কারণে রামু থানায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বর্তমানে মামলাটি বিচারধীন।
আহত গৃহবধুর মা রেহেনা কন্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে মারধর করা হয়েছে। এই ব্যাপারে আমি কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামানা করছি। এঘটনায় যে কোন সময় খুন খারাপি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবী করেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আপরাধী আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করা হউক,অসহায় পরিবারের নিরাপত্তা প্রদান করা হউক। ঘটনায় সত্যতা স্বীকার করে, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি এসআই মোজাম্মেল হক জানান, আহতকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অভিযোগ পেলে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।