নগর সংবাদ; শিপন উদ্দিন,কেরানীগঞ্জ।।কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে নিম্নআয়ের মানুষ দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। সীমিত আকারে রিকশা চলাচল করলেও যাত্রী নেই রাস্তায়। এমতাবস্থায় কাজ হারিয়ে বেকার জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। কেউ খাদ্যের অভাব পূরণের জন্য বাধ্য হয়ে কাজে বের হলেও আয় রোজগার একদম নেই বলছেন তারা। করছেন মানবেতর জীবনযাপন। শুধু তারাই নয়। আরো বেশ কয়েকজন রিকশাচালকের সাথে কথা হয়। তারা সবাই বলে তাদের আয় তুলনামূলক অনেক কমে গেছে। সংসার চালানোর চিন্তায় কঠোর লকডাউন শুরুর আগেই অনেকেই ঢাকা ছেড়েছে। মহামারী করোনা ও সাথে কঠোর লকডাউনে নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবনকে করে দিয়েছে ছন্নছাড়া।। একজন রিকশাচালক বলেন আমরা প্রতিদিন রিকশা চালিয়ে ভালো ইনকাম করতাম।। কিন্তু লকডাউন হওয়ার কারণে আমাদের ইনকাম কমে গেছে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।