প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ণ
কণ্ঠ ও উপস্থাপনার মুগ্ধতার আরেক নাম কণ্ঠের মাধুর্য, শব্দের যাদু আর উপস্থাপনার-এক উজ্জ্বল নাম ফারজানা এ্যালি
ফারজানা এ্যালি: কণ্ঠ ও উপস্থাপনার মুগ্ধতার আরেক নাম কণ্ঠের মাধুর্য, শব্দের যাদু আর উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত । এক উজ্জ্বল নাম ফারজানা এ্যালি কণ্ঠের স্নিগ্ধতায় ও শিল্পসম্মত উপস্থাপন শৈলীতে তিনি ইতিমধ্যেই দর্শক–শ্রোতার ভালোবাসা জয় করেছেন। এ প্রজন্মের বাংলাদেশে তিনি অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক। ফারজানা এ্যালি একাধারে একজন উপস্থাপক, আবৃত্তিশিল্পী, সংবাদ পাঠিকা এবং কবি।
তার হাতে উপস্থাপনা শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি রূপ নিয়েছে এক অনন্য শিল্পে। দেশের নামকরা টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার এবং নানান বড় বড় মঞ্চে তার প্রাণবন্ত উপস্থাপনা আজ তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি ও গ্রহণযোগ্যতা। তার কবিতায় ধরা পড়ে বাস্তব জীবনের টানাপোড়েন, মানুষের স্বপ্ন–আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রতিচ্ছবি। আর প্রাণ ছুঁয়ে যাওয়া আবৃত্তির কণ্ঠস্বর দর্শক–শ্রোতার হৃদয়ে ছড়িয়ে দেয় অমলিন মুগ্ধতা। শৈশব থেকেই শিল্প ও সংস্কৃতিচর্চার আবহে বেড়ে ওঠা ফারজানা এ্যালি জীবনের বড় অংশ ব্যয় করেছেন সৃজনশীলতা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে। দেশ ও মানুষের জন্য নতুন কিছু করার অদম্য প্রত্যয় বুকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন সামনের পথের দিকে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.