প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২১, ১:০৫ অপরাহ্ণ
কবিতাঃ সার্থ জীবন,সার্থ মন-কবি,, মোঃ আল-আমীন
সার্থ জীবন,সার্থ মন-কবি,, মোঃ আল-আমীন
দিন হারিয়ে রাত আসে রাত হারিয়ে দিন,
জীবনের আয়ু কমছে বাড়ছে শুধু ঋণ।
ছিলাম শিশু হলাম যোয়ান ছিলনা কোনো ভুল,
যৌবনে এসে ভুল ক্ষাতায় লিখতে গিয়ে ছেড়ছি মাথার চুল।
জীবন চলছে জীবনের পথে রাস্তা কেন বাঁকা,
হাশি মুখে মিশছে জীবন দুখের জলে ডুবা।
বুঝেও আজ অবুঝ জীবন সার্থের জালে জড়িয়ে,
ভালো মন্দ বিচারে নেই আজ স্বপ্ন ভরা দৌলতে।
সার্থ জীবন, সার্থ মন সার্থ আপনজন,
এই সার্থে দুনিয়া চলছে ভাংছে হৃদয়ের বন্ধন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.