কবিতা :মনে পরে কী ৭১এর সৃতিগুলো। আশিকুর রহমান , কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, মনে পরে কী ৭১এর সৃতিগুলো--- ----ফারিয়া সুলতানা --- ---------------------------------------------- মনে পড়ে কি ৭১এর স্মৃতিগুলো এখনো কি নির্জিব নিশিতে শোনতে পাও, নিষ্পাপ সেই করুণ আর্তনাদ? নাকি তারা আজ ঘুমিয়ে আছে ক্ষিতির তরে নিয়ে মুক্তির স্বাদ! এখনো কি শোনতে পাও, নিশিরাতে কেউ দ্বারের কড়া নাড়ে? নাকি তারা আজ শহিদ হয়ে আছে অপারে! এখনো কি শোনতে পাও, সেই বজ্রধ্বনি বার বার? নাকি সেই মহাকণ্ঠ হারিয়ে গেছে অগোচরে সবার! এখনো কি দেখতে পাও, শোণিতমাখা হাজারো লাশ? নাকি তারা ঘুমিয়ে আছে ফেলে দীর্ঘশ্বাস! এখনো কি শোনতে পাও, হাজারো কণ্ঠের মিছিল? নাকি সময়ের ছোটে আজ বাংলা সুলিল! এখনো কি দেখতে পাও, মানবিকার উপর করুণ প্রহার? নাকি সভ্যবিশ্বে এই প্রথা আজ প্রত্যাহার! এখনো কি দেখতে পাও, জীবন্ত লাশের সৎকার? নাকি আজ নতুন দিগন্ত উদ্ঘাটনের সমাহার! এখনো কি শোনতে পাও, ধারালো অস্ত্রের ভয়ংকর শব্দ? নাকি আজ ঐ কাপুরুষরা হয়েছে জব্দ! কবি পরিচিতি : কবি ফারিহা সুলতানা ১০-ই ফেব্রুয়ারী ২০০৪ সালে গাজীপুর গ্রামের খালিয়াজুরী থানার, নেএকোনা জেলায় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার সামসুর রহমান এবং মাতা জহুরা বেগম। উনার ছোট বেলা থেকে বাংলা সাহিত্যের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তিনি বেশ কিছু গল্প, কবিতা ও ছোট গল্প লিপিবদ্ধ করছেন। তবে সম্প্রতি উনার লিখা গুলো ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। উনার লিখা ১'ম প্রকাশিত গ্রন্থ কবিতার প্রেম বিরহ । পাশাপাশি বিভিন্ন সাহিত্য ক্লাবে উনার লেখাগুলোর স্থান পেয়েছে সর্বোচ্চ আসনে। আমরা বাংলাদেশ সাহিত্য পরিবার আশাবাদী কবি তাঁর বিদ্রোহী লেখা গুলো ধারা একসময় আমাদের নতুন প্রজন্মেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জাতিকে উৎসাহ যোগাবে। কবি বর্তমানে নেএকোনা জেলার সুনামধন্য স্কুল:সি.টি.এম একাডেমী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত আছেন।