কবিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে কবিয়াল সাহিত্য আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়
শহর প্রতিনিধি।।
শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টায় নারায়ণগঞ্জ ডি আই টি তে সাবেক প্যানেল মেয়র বিভা হাসানের কার্যালয়ে কবিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে কবিয়াল সাহিত্য আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কবি বাপ্পি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা,কবি করীম রেজা,কবি ও গীতিকার এস এ শামীম,কবি দীপক ভৌমিক পরিচালনায় কবি মাসুদ রানা লাল,উপস্থাপনায় ছিলেন কবি মাসুদ রানা সবুজ।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মোঃ তাজুল ইসলামা,কবি এস. এ বিপ্লব,কাজলী আক্তার,কবি তাসলিমা আক্তার,খুশি মনি,কবি রীনা পন্ডিত,কবি সালাউদ্দিন আমির,কবি সালমা ডলি,কবি মাসুদ রানা লাল,কবি মাসুদ রানা,কবি বাপ্পি সাহা,কবি অপু ভূইয়া, কবি আবুল কালাম আজাদ,কবি কাজী আনিসুল হক,কবি সায়মন আহমেদ,কবি জয়নুল আবেদীন জয়,কবি নাজমুল হোসাইন খান,কবি সালমা হোসেন,কবি শংকর এস ডি,শ্রাবন্তী,অলোক কুমার দাস প্রমুখ, গান পরিবেশন করেন সায়মন আহম্মেদ,নজমুল হোসাইন খান,দীপক ভৌমিক,এস এ শামীম।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়,কবিয়াল সাহিত্য উৎসব -২০২৬ নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
আলোচনা, কবিতা পাঠ,গান ও পিঠা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।