আজ কবি কাজী আনিসুল হক’এর জন্মদিন
প্রেস বিজ্ঞপ্তি
আজ কবি ও সাংবাদিক মোঃ আনিসুল হক হীরা’র জন্মদিন। তার লেখক নাম কাজী আনিসুল হক। বাবা সামসুল হক, মাতা শাহীনুর হক। ১৯৮৬ সালের ৪ঠা সেপ্টেম্বরে বাংলার প্রাচীন রাজধানী ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়ণগঞ্জ জেলার দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় জন্ম।
পেশা সাংবাদিকতা, নেশা কবিতা লেখা। স্ব-শিক্ষায় শিক্ষিত কবি মানুষ হওয়ার সাধনায় রত। তরুণ এ কবির প্রথম কাব্যগ্রন্থ তুমি (২০০৭), দ্বিতীয় কাব্যগন্থ ‘জলরঙ নারী'(২০২০), তৃতীয় কাব্যগ্রন্থ ‘ এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২), চতুর্থ কাব্যগ্রন্থ ‘জুহি সিরিজ’ (২০২৩), পঞ্চম কাব্যগ্রন্থ ‘স্বয়ং বাংলাদেশ'(২০২৫), স্ব-নির্বাচিত প্রেমের কবিতা ‘বিপদজনক একশো এক’ (২০২৫) প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি তিনি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন কবিতার কম্পাস, লক্ষ্যাপারে ও অভিযান পত্র। বর্তমানে তিনি দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। কবি ও সাংবাদিক মোঃ আনিসুল হক হীরা’র এ শুভক্ষণে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা জানান সৃজনশীল লেখকবৃন্দ।