ঢাকা প্রতিনিধি।।
কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোক বানীতে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন উদ্দীপ্ত তারুণ্যের প্রেরণা। তার কবিতায় গণতান্ত্রিক আন্দোলনে তারুণ্যের শক্তি জুগিয়েছে। কবি হেলাল হাফিজের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো।
আমি তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তারা শোক কাটিয়ে উঠতে সৃষ্টিকর্তা যেন সহায় হোন।