নগর সংবাদ।।করোনার সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধ অমান্য করায় বগুড়ায় ৩০ জনকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।
তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। দিনব্যাপী অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।