বৃহস্পতিবার ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহতদের পরিবারকে, নিহত ২০ লাখ, আহতদের ৫ লাখ। ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ফাইটার মনির গ্রেপ্তার বি এন পি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় প্রধান ৫ আসামি পলাতক। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন -রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধিদল। রাজ্যের এগারটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবীত- একটি প্রেস কনফারেন্স ৬ দফা দাবী নিয়ে পরিযায়ী শ্রমিকরা মিছিল করে, রাজ্যপাল এবং কেন্দ্রীয় ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন দিলেন। ১১ জানুয়ারি থেকে ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল হক বুলবুল।

কলকাতয় ২৮ তম বর্ষের কালী প্রতিমার শুভ উদ্বোধন হলো, উদ্বোধন করলেন মাননীয়া মন্ত্রী শশী পাঁজা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২৪, ২:৪৪ পূর্বাহ্ণ
  • ১২৯ ০৯ বার দেখা হয়েছে

 

২৮ তম বর্ষের কালী প্রতিমার শুভ উদ্বোধন হলো, উদ্বোধন করলেন মাননীয়া মন্ত্রী শশী পাঁজা।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

২৯ শে অক্টোবর মঙ্গলবার, ঠিক সন্ধ্যা সাতটায়, অবিনাশ কবির স্ট্রিটের সংযোগস্থলে, লায়ন ইউথ ক্লাবের ২৮ তম বর্ষের কালি প্রতিমার শুভ সূচনা হলো, শুভ সূচনা করেন মাননীয়া মন্ত্রী ও বিধায়িকা শশী পাঁজা। উপস্থিত ছিলেন দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি মহাশয়। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিমার শুভ সূচনা করা হয়

 এরপর অতিথিদের উত্তরীয়, ব্যাচ পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান।। মঞ্চে উপস্থিত ছিলেন, মাননীয়া মন্ত্রী ও বিধায়িকা শশী পাঁজা, পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, পুজোর উদ্যোক্তা আকাশ সাউ, মৃৎশিল্পী বুম্বাদা, ক্লাবের সদস্য রাহুল , সমর রায়, বাবু, রাজ, সুরজ ,শম্ভু, মনি, ভিশান, কৃষ্ণা, বঙ্কিম, গীতা, অজয় সহ সকল সদস্যবৃন্দ। ও সদস্যবৃন্দ। লায়ন্স ইউথ ক্লাব , শুধু পুজোয় করে না, এমন একটা পরিবেশের মধ্যে এই পুজো ২৮ তম বর্ষ ধরে চালিয়ে এসেছে, সেখানকার সহযোগিতা পেয়ে, কারণ পুজোটি হওয়ায় সম্পন্ন রেড এলাকায়, যেখানে মেয়েরা খুব কষ্টে দিন কাটায় বলে জানা যায়।

এর পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই লায়ন্স উইথ ক্লাব, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার মতো ২৪ ঘন্টা তারা পাশে থাকেন, রাতে ভিতে বিপদ হলেই ছুটে যান তাদের পাশে। ভাই সবার কাছে এই লাইনস ক্লাব প্রিয় হয়ে উঠেছে। আজ লায়ন্স ক্লাব প্রায় ১০০ জন মানুষের হাতে শাড়ি ও শীত বস্ত্র তুলে দেন।, তারা বলেন আমরা ২০০০ এরও বেশি মানুষকে বসিয়ে অন্য ভোগ খাওয়ায়, সবাইকে একসাথে মিলিত করি। ২৮ তম বর্ষ ধরে, এই প্রতিমা একইভাবে পূজিত হয়ে আসছে, প্রতিমার রূপ সিদ্ধেশ্বরী কালী রূপে প্রতিষ্ঠিত হয়।

এবং একই মৃত শিল্পী ২৮ বৎসর ধরে এই প্রতিমার রূপদান করে থাকেন। এই কালী প্রতিমা এতটাই জাগ্রত যে এর কোন রূপ নতুন করে সৃষ্টি করা যায় না বলে জানান, চেষ্টা করতে গিয়েও বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। এই মাকে সবাই মানত করে থাকেন। ক্লাবের উদ্যোক্তা জানান, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই, আমরা এগিয়ে চলতে পেরেছি, পাশে থাকতে পারি, আর সবার সহযোগিতায়, আমরা একটা একটা করে সম্মান ছিনিয়ে নিতে পারছি।, আজ আমরা দৈনিক দুরন্ত বাংলা, এপার বাংলা ওপার বাংলার… শক্তি সম্মান ২০২৪ এ ভূষিত করলেন, আমাদেরকে আরো কিছুটা পথ এগিয়ে দিল,

মনের দিক থেকে, আমাদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য দৈনিক দুরন্ত বাংলা ও সৃষ্টি চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাই, ভাবে যেন আমাদের পাশে থাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। ধন্যবাদ জানাই সঞ্চালক মৌমিতাদিকে, যেভাবে আমাদের পুজোকে পরিচালনা করলেন। সবার পুজো আনন্দে কাটুক, ভালো কাটুক, আর দীপাবলি হয়ে উঠুক রঙিন আলোর রসনায়ে। সবাই আসুন প্রতিমা দর্শন করুন।

”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell