প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৮:১৭ পূর্বাহ্ণ
কলকাতা,ইন্টারন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট ,ঐশী দাসকে সম্বর্ধনা জানালেন, বরানগর সতের নম্বর ওয়ার্ডের অঞ্জন পাল।
কলকাতা,ইন্টারন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট ,ঐশী দাসকে সম্বর্ধনা জানালেন, বরানগর সতের নম্বর ওয়ার্ডের অঞ্জন পাল।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
৪ঠা নভেম্বর সোমবার, ঠিক বিকেল পাঁচটায়, বরানগর ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অঞ্জন পালের উদ্যোগে, ইন্টারন্যাশনাল যোগাসন স্পোর্টস কাপ ২০২৪-এ, ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ১৭ জন প্রতিযোগীকে হারিয়ে, চ্যাম্পিয়ন অফ দ্য উইনার ও গোল্ড মেডে লিস্ট ঐশী দাস কে সম্বর্ধনা জানালেন এবং তাকে নিয়ে এলাকা পরিদর্শন করলেন।
সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। 5th ইন্টারন্যাশনাল যোগাসন স্পোর্টস কাপ ২০২৪ , এর প্রতিযোগিতা শুরু হয়, ২৪ শে অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর, দেশ ভগত university মান্ডি গোবিন্দঘর পাঞ্জাবে। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেন, রাশিয়া ,থাইল্যান্ড মালয়েশিয়া ,ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের ছোট ছোট বাচ্চারা বিভিন্ন গ্রুপে,
তাহাদের মধ্যে ছিল কলকাতার বরানগরের ঐশী দাস,, বয়স সাড়ে সাত বছর, প্রথম শ্রেণীতে পড়ে, ঐশী দাস এশিয়ান স্পোর্টস যোগাসনা অফ ইন্ডিয়া ও সৌরভ পাওয়ার যোগা সেন্টার এর স্টুডেন্ট , শিক্ষকের কাছেই তার যোগাসন শিক্ষা, শিক্ষক সৌরভ নায়েকের প্রচেষ্টায় সুদূর পাঞ্জাবে যোগাসন প্রতিযোগীতায় অংশগ্রহণ করান।
এবং সেখানে তিন দিনের প্রতিযোগিতায় সমস্ত কে হারিয়ে, এমনকি চ্যাম্পিয়ন শীপে ১৭ জন তাবর প্রতিযোগীকে হারিয়ে, গোলমেডেল ছিনিয়ে আনেন এবং তার সাথে ২১ হাজার টাকার একটি চেক আনেন ঐশী। বাংলার মুখ উজ্জ্বল করেন। আজ ঐশী র উদ্দেশ্যে বরানগর ১৭ নম্বর ওয়ার্ডে, অঞ্জন পালের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠান,
এবং ঐশী কে নিয়ে এলাকা পরিদর্শন, তাহারা বলেন ঐশী শুধু বাংলার মুখ উজ্জ্বল করেনি,
আমাদের বরানগরের মুখ উজ্জ্বল করেছে, এতোটুকু বাচ্চা মেয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে আমাদের মুখ উজ্জ্বল করে এনেছে,
গোল্ড মেডেল পেয়ে, তাহার প্রতি আমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং তার বাবা ও মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ঐশী একদিন অনেক বড় হবে। আমাদের বরানগরের বাচ্চাদের প্রেরণা যোগালো, ঐশী আরো বহুদূর এগিয়ে যাবে আমরা সকলে কামনা করি। এর সাথে সাথে সৌরভ নায়ক কেউ আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.