প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৩:১৭ পূর্বাহ্ণ
কলকাতা,কুমারটুলি পাড়ায় ,প্রতিমার কাজ শেষ করার তোর জোর চলছে, তার কুমার টুলির প্রতিমা শিল্পীদের।
কলকাতা,কুমারটুলি পাড়ায় ,প্রতিমার কাজ শেষ করার তোর জোর চলছে, তার কুমার টুলির প্রতিমা শিল্পীদের।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, বাঙালীর বড় উৎসব দুর্গাপুজো, আর মাত্র কয়েকটা দিন বাকী, তার পরেই মেতে উঠবে কয়েকটি দিন পূজোর আনন্দে,
আর তারি আনন্দ দিতে তোর জোর চলছে কুমারটুলি পাড়ায় প্রতিমা শিল্পীদের, প্রতিমার কাজ শেষ করার। কথা বলার মতো সময় হাতে নায় , লেবার থেকে মালিক সবাই ব্যাস্ত, তাহার উপর বৃষ্টি প্রতিমা শিল্পীদের আরো হতাশ করে দিচ্ছে,
থাকতে থাকতেই মুশুল ধারে বৃষ্টি নামায়, বার বার যেমন ছোট ছোট ঠাকুর বাইরে তোলা নামা করতে হচ্ছে, তেমনি বড় প্রতিমা গুলোনকে বার বার ঢাকা দিতে হচ্ছে এবং সাবধানে রাখতে হচ্ছে, কোনো ভাবেই যেনো প্রতিমার ক্ষতি না হয়, কারন উদ্যোক্তারা আর এক দুই দিনের মধ্যে প্রতিমা নিয়ে পারি দেবেন বিভিন্ন জেলায় ও ক্লাবে ক্লাবে।
একদিকে যেমন প্রতিমা শিল্পীরা ব্যাস্ত, অন্যদিকে পূজা উদ্যোক্তারাও ব্যাস্ত তাদের প্যান্ডেলের কাজে, এমন কী বেশ কয়েকটি ক্লাবের উদ্যোক্তারা প্রতিমা নিতে হাজির হয়েছেন কুমারটুলিতে, এরকম বৃষ্টির মধ্যেও তাদেরকে প্রতিমা নিয়ে যেতে হবে,কারণ তারা প্রতিমা প্যান্ডেলে বসিয়ে তাদের প্যান্ডেলের কাজ শেষ করবেন। সঙ্গে প্রতিমা শিল্পীকেউ নিয়ে যেতে দেখা যাচ্ছে, যদি কোন রকম কিছু ঘাটে তাহলে প্রতি মাসে শিল্পীরা, সেটি ঠিক করে দেবেন
একদিকে যেমন প্রতিমা শিল্পীরা জানালেন, বারবার বৃষ্টির ফলে তাদের অনেকটাই কাজ আটকে গেছে প্রতিমার কাজ শেষ করতে।অন্যদিকে একই কথা বললেন ক্লাব উদ্যোক্তারা, তাহারা জানালেন বৃষ্টির ফলে প্যান্ডেলের কাজ যেমন আটকে যাচ্ছে , তেমনি তাদের খরচাও অনেক বেড়ে যাচ্ছে, একদিকে প্রতি বছর প্রতিমার দাম বাড়ছে,
অন্যদিকে প্যান্ডেলের খরচাও বেড়ে চলেছে, ফলে প্রতিবছর বাজেট অনেকটাই আমাদের বেড়ে যাচ্ছে, তবুও কয়েকটা দিন আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কিছুটা আনন্দ দেওয়ার।
কিন্তু প্রতিমা শিল্পীরা জানালেন কিছু করার নাই, প্রতিবছর যে হারে সমস্ত জিনিসের দাম বাড়ছে, আমাদের কিনে আনতে হচ্ছে, বাধ্য হতে হয় দাম বাড়াতে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.