প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ
কলকাতা,পূর্ব মেদিনীপুরের কাঁথি নান্দনিক ক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস
পূর্ব মেদিনীপুরের কাঁথি নান্দনিক ক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
পাঁচই অক্টোবর শনিবার, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নান্দনিক ক্লাব প্রতিবারের ন্যায় এবারও মেতে উঠেছে দুর্গ পুজোর আনন্দে। এবারে দুর্গা পুজোর শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোস,
এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক , ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া উপস্থিত ছিলেন নান্দনিক ক্লাবের সকল সদস্য সদস্যরা। সুন্দর একটি আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিমার শুভ সূচনা করেন, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও ফিতে কাটার মধ্য দিয়ে। অগণিত মানুষ অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলেন, এরপর অতিথিদের একে একে পুষ্পতর দিয়ে ও উত্তরীয় পড়িয়ে এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা বলেন, পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে নান্দনিকের পুজো মানুষের মন জয় করে নেয়।
প্রতিবারই তারা সম্মানিত হন, আরো তারা দর্শকদের মন কারতে করার চেষ্টা করেছেন,
এবং দর্শকদের আনন্দ দেয়ার জন্য, সবার পুজো ভালো কাটুক, আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি, কালকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানালাম।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.