প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ণ
কলকাতায়,,বিদ্রোহী কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে, মেয়েদের ডাকে, অঙ্গীকার যাত্রা
কলকাতায়,,বিদ্রোহী কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে, মেয়েদের ডাকে, অঙ্গীকার যাত্রা
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
২৯শে আগস্ট বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে, জাগো নারী জাগো বহ্নিশিখার মেয়েদের অঙ্গীকার যাত্রা করলেন।। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার নেতাজি মূর্তির কাছে পর্যন্ত। এই অঙ্গীকার যাত্রায় উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক মৈত্রী বর্ধন রায়, চিত্র পরিচালক ডক্টর নুপুর ব্যানার্জী, সিস্টার ভাস্বতী মুখার্জী, ক্রীড়া ব্যক্তিত্ব শ্রীমতী অনিতা রায়, অধ্যাপক শাশ্বতী ঘোষ , বিশিষ্ট আইনজীবী দেবযানী সেনগুপ্ত সহ অন্যান্যরা।
এই মিছিলে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মহিলা অংশ গ্ৰহন করেন, এবং কলেজ স্কোয়ারে প্রথমে জমায়েত হন, সেখানে কিছুক্ষণ নজরুল কে স্মরণ করে, বিভিন্ন বক্তা সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন এবং গানে কবিতায় ভরে তুলেন। নজরুলের স্মৃতিতে পুষ্প অর্পণ করেন। ঠিক আড়ায়টা নাগাদ মিছিল আস্তে আস্তে বিধান সরণি হয়ে শ্যামবাজারে নেতাজী মুক্তির সামনে শেষ করেন।
আজকের অঙ্গীকার যাত্রার মূল উদ্দেশ্য হলো, প্রতিবাদ এবং দোষীদের বিচার, কোন রকম ভাবেই ঢিলেমি ও আড়াল করা চলবে না। এবং মেয়েদের সুরক্ষা চাই, যারা কর্তব্যরত একটা নিড়ীহ মেয়ের উপর অত্যাচার চালিয়ে খুন করা,
বাংলার মেয়েরা ও মা বোনেরা মেনে নেবে না।। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, অবিলম্বে দোষীদের সম্মুখে আনা হোক, সিবিআই যত তাড়াতাড়ি পারবে তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক, আর যতদিন না দোষীরা শাস্তি পাবে, এ লড়াই থামবে না,
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.