প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ণ
কলকাতায়,সাইনী মাহিন্দ্র গ্রুপ শোরুমের শুভ সূচনা করেন প্রধান অতিথি- অভিনেত্রী নুসরাত জাহান।
সাইনী মাহিন্দ্র গ্রুপ শোরুমের শুভ সূচনা করেন প্রধান অতিথি- অভিনেত্রী নুসরাত জাহান।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
১৭ ই ফেব্রুয়ারী সোমবার, ঠিক বিকেল চারটায়, ৮/১ই ডায়মন্ড হারবার রোডে অবস্থিত, মাঝেরহাট সংলগ্ন এলাকায়, একটি নতুন গাড়ীর শোরুমের শুভ সূচনা হলো সাইনী মাহিন্দ্র গ্রুপের । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং শোরুমের শুভ সূচনা করলেন, অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং সাইনী গ্রুপের সি ই ও সুধীন পট্টনায়ক (তপন পট্টনায়ক), চিরঞ্জিত সিং সাইনী ( সিএমডি অফ সাইনী গ্রুপ), জশনদীপ সিং সাইনী ( ডিরেক্টর অফ সাইনী গ্রপ), মিস্টার পঙ্কজ দেশমুখ ( জোনাল হেড অফ মাহিন্দ্রা), দীপক সেপ্তা ( আরএসএম মাহিন্দ্রা)
প্রদীপ প্রজ্জ্বলনের চিত্র
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং শোরুমের শুভ সূচনা করলেন, অভিনেত্রী নুসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং সাইনী গ্রুপের সি ই ও সুধীন পট্টনায়ক (তপন পট্টনায়ক), চিরঞ্জিত সিং সাইনী ( সিএমডি অফ সাইনী গ্রুপ), জশনদীপ সিং সাইনী ( ডিরেক্টর অফ সাইনী গ্রপ), মিস্টার পঙ্কজ দেশমুখ ( জোনাল হেড অফ মাহিন্দ্রা), দীপক সেপ্তা ( আরএসএম মাহিন্দ্রা)
একটি সুন্দর কেক কাটার মধ্য দিয়ে নতুন শোরুমের শুভ সূচনা করলেন।

এরপর প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন,

এরপর প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন, শুধু তাই নয় , শুভ সূচনার পর একটি ফ্যাশন আয়োজন করা হয়।

তাহার সাথে সাথে অভিনেত্রী নুসরত জাহান ও অভিষেক রায়ের হাত দিয়ে কয়েকটি সুন্দর মডেল গাড়ির আবরণ উন্মোচন করলেন।
এবং চড়তিবাজীর সুন্দর রসনায় ভরে উঠল এই শোরুম। মাহিন্দ্রা গ্রুপ, বাজারে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ী বাজারে এনেছে, যাহা ক্রেতাদের অবশ্যই মন কাড়বে,

বিভিন্ন কোম্পানীর সহিত টেক্কা দিতে ও বাজার ধরতে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ক্রেতাদের হাতে তুলে দিতে এই ধরনের গাড়ীর মডেল বাজারে নিয়ে আসলো।

যে সকল গাড়ীগুলি শোরুমে সাজানো হয়েছে, সেই গানগুলি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানান, যে গাড়িগুলির ক্যাপাসিটি এত রকম রয়েছে, এবং গাড়িগুলি যেভাবে তৈরি করেছেন অতি অবশ্যই ক্রেতাদের মন কাড়বে,
আমারও গাড়ি আছে কিন্তু এই ধরনের ক্যাপাসিটি আমার গাড়িতে নাই। নিজেই গাড়ির ক্যাপাসিটি দেখে অবাক কিছুটা হয়েছি, আশা করছি মহেন্দ্র গ্রুপ,
আরো ভালো অনেক মডেল বাজারে নিয়ে আসবে এবং ক্রেতাদের মন জয় করবে, এইটুকুই কামনা করব। কারণ বাজারে কম্পিটিটর অনেক রয়েছে,
তাহাদের সহিত টেক্কা দিয়ে মাহিন্দ্র গ্ৰুপ এগিয়ে যাবে বহুদূর, ক্রেতারাও নতুন নতুন মডেলের গাড়ি কেনার সুযোগ পাবে।
কারণ ক্রেতাদের উপর নির্ভর করে ও চাহিদার উপর তৈরি হয় এই সকল গাড়ী

""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.