প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ২:৪১ পূর্বাহ্ণ
কলকাতায় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির আহবানে. এক বিজয় মিছিল।
অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির আহবানে. এক বিজয় মিছিল।
রিপোর্টার.... কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১৮ ই মে, বেলা দুটায়, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল বিজয় মিছিল করেন ,পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটি, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারিয়ে, কর্নাটকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক জয় , আর এই জয়ের কারণেই সকলকে অভিনন্দন
কলেজ স্কোয়ারে প্রায় ২৫০ থেকে ৩০০ বেশি কংগ্রেস সদস্য জমায়েত হন এবং সেখান থেকে বিজয় মিছিল বের করে লেলিন সরণী হয়ে ধর্মতলায় আসে,। সুন্দর প্রশাসনের মাধ্যমে এবং বাদ্যি বাজনার সহকারে,। যাতে কোনরকম গন্ডগোল না বাধে সুস্থভাবে বিজয় মিছিল করতে পারে তার জন্য প্রশাসন অনেক আগে থেকেই মোতায়ন ছিল সারা রাস্তা, মিছিলে মাঝে মাঝে গর্জে উঠে কংগ্রেসের সদস্যরা, এবং তীব্র ভাষায় ধিক্কার দিতে থাকেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপি সরকারকে, তারা বলেন মানুষ বুঝতে শিখেছে, আজ তারা প্রমাণ করে দিয়েছে ব্যালট বক্সে, প্রমাণ করে দিয়েছে, সত্যি কারের দলকে হতে পারে, এবং বিজেপি সরকারকেও অতীত শিক্ষা দিয়েছে ব্যালট বক্সের মাধ্যমে, আজ আমরা ধন্যবাদ জানাই কর্নাটকের মানুষকে যারা আমাদেরকে এই উচ্ছ্বাস এনে দিয়েছে আনন্দ এনে দিয়েছে।, ধন্যবাদ জানাবো রাহুল গান্ধীকে, যাহাকে বিনা দোষে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, আমরা অন্যদের মতো দল নয়, সমাস করে রাজনীতি করবো আমরা একটা জাতীয় কংগ্রেস দল তাই মানুষ তাদের ভুল বুঝতে শিখেছে, তাই তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে ফিরিয়ে এনেছে, , সারা দেশ দুর্নীতিতে ভরে গেছে এটা মানুষ ভালোভাবে হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন ,তাই আমরা বলি পশ্চিমবাংলা থেকেও তৃণমূল ও বিজেপি দূর হটো, চোরেরা দুর হটো,.।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.