প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
কলকাতায় অমর একুশে জুলাই এর প্রস্তুতি চলছে পুরোদমে, তার মধ্যেই মন্ত্রী ও বিধায়কদের আনাগোনা
অমর একুশে জুলাই এর প্রস্তুতি চলছে পুরোদমে, তার মধ্যেই মন্ত্রী ও বিধায়কদের আনাগোনা,,
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
রাত পোহালেই একুশে জুলাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চে উপস্থিত হবেন , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিধায়ক ও রাজ্যের মন্ত্রী, এমনকি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরগণ ,উপস্থিত হবেন সারা রাজ্য থেকে তৃণমূল কর্মী ভাই-বোনেরা ও সদস্যরা তারই তোড়জোড় চলছে মঞ্চের সামনে এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে মঞ্চের পরিদর্শন করলেন।
উপস্থিত ছিলেন সায়নী ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ, কয়েকদিন ধরেই একে একে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা পরিদর্শনে আসেন এবং এলাকায় ঘুরে দেখেন। প্রশাসন কেউ হিমশিম খেতে হচ্ছে কারণ যে কোন সময় মন্ত্রীরা এসে পড়ায় গাড়ি-ঘোড়া কন্ট্রোল করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে তার সাথে সাথে দূর দুরান্ত থেকে বেশ কিছু তৃণমূল কর্মী এসে উপস্থিত হয়েছেন তারা মঞ্চের সামনে ভিড় করে রয়েছেন।,
একুশে জুলাই উপলক্ষে বেশ কয়েকজন শিল্পী মাননীয় মুখ্যমন্ত্রীর ঘাসফুল এর মডেল তৈরি করে মঞ্চের আশেপাশে নিয়ে ঘুরতে থাকেন এবং তৃণমূল কর্মী থেকে শুধু শুরু করে সদস্যরা, সেই সকল মডেল কিনছেন। যার দাম 50 টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু তাতেও কর্মীদের কোন কিছু যায় আসে না। যথারীতি তারা তাদের পছন্দমত জিনিস ন্যায্য দামে কিনছেন। সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হয় ডেকোরেটারদের লোকেদের কাজ করতে অনেকটাই অসুবিধে হয় তবুও তারা চেষ্টা করছেন যে কোন ভাবে আজকের মধ্যেই কাজটা শেষ করবেন। কারণ হয়তো রাত থেকেই লোক এসে হাজির হবে মঞ্চের চতুর্দিকে আবার কেউ কেউ এসে হাজির হয়েছেন তারা জানান আমরা বহু দূর থেকে এসেছি কোন ভাবে এখানেই থেকে যাব। মঞ্চের চতুর্দিকে এবং ধর্মতলা চত্বরে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি সহ বিভিন্ন ব্যানারে সাজিয়ে তুলেছেন কর্মীরা।
শম্পা দাস----সহ সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.