রিপোর্টার ,কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় . .। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2023.....। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এবং প্রথম দিনেই বাংলা পরীক্ষা, পরীক্ষা শুরু হয় বেলা বারোটা থেকে এবং শেষ হয় বিকেল তিনটায়, বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলে,,, পরীক্ষার সিট পড়ে চারটি স্কুল কে নিয়ে, আলম বাজার উর্দু হাই স্কুল ,,আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, মোহন গার্লস হাই স্কুল, মায়াপীঠ হাইস্কুল, এই চারটি স্কুলের মোট পরীক্ষার্থী ৩৫০ জন, প্রত্যেকটি স্কুলের ছাত্র-ছাত্রীকে গোলাপের ফুল দিয়ে সম্বর্ধনা জানান এলাকার কাউন্সিলর ও পার্টির সদস্যরা, তাহারা শুভ কামনা জানালেন ছাত্র-ছাত্রীরা ভালো করে পরীক্ষা দিক ও সুস্থ থাকুক,
সকাল ১০ টা থেকেই স্কুলে পুলিশ ও হোমগার্ড মোতায়েন হয়ে যায়, যাতে কোনরকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এবং এর সাথে সাথে এলাকার বরানগর জাগৃতি ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দূর দূরান্ত থেকে যে সকল ছাত্র-ছাত্রীর বাবা মা পরীক্ষা দিতে নিয়ে এসেছেন মেয়েদের, প্রচন্ড গরমের জন্য ক্লাবের সদস্যরা তাদের বসার জায়গা করে দিয়েছেন।,, পরীক্ষা শুরুর আগে ছাত্র-ছাত্রীদের মনে, ভয় থাকলেও নার্ভাস হয়ে গেলেও, বেলা তিনটেই পরীক্ষা শেষ হওয়ার পর , বেরিয়ে আসার সময় তাদের মনে একটু হাসি ও উত্তেজনা দেখা দেয়, বলে আজকের পরীক্ষা ভালো হয়েছে, এবং এই স্কুলের পরিবেশ ভালো লেগেছে, আমরা ভালো পরীক্ষা দিয়েছি, এবং আমরা যা যা পরে এসেছিলাম,তাহার মধ্য থেকে এসেছে, আমরা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, দেখা যাক বাকী পরীক্ষাগুলো কি হয়,। এর সাথে সকল ছাত্র-ছাত্রীর বাবা মায়েরাও জানালেন, পড়াশোনা তো মোটামুটি করেছে বলছে, এবং পরীক্ষাও ভালো দিয়েছে বললো, বাকিগুলো দেখা যাক ,। আজ পরীক্ষা দিতে আসার সময় রাস্তায় কোন রকম অসুবিধে হয় না ,ঠিক সময়ে পৌঁছাতে পেরেছে, এইটুকু জানালেন ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকেরা, রাজ্য সরকারের তরফ থেকেও সকল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলেন.... ।