আজ ১৪ই জুন বুধবার ,সকাল ১০ টায়, শুরু হয় ব্রিগেড গ্রাউন্ড মাঠে এক রক্তদান শিবির, আজ রক্তদাতা দিবস উপলক্ষে কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের পরিচালনায় এবং অচিন্ত্যকুমার লাহার উদ্যোগে, এই অভিনব ভ্রাম্যমাণ রক্ত শিবির…….। কলকাতায় এই প্রথম অভিনব জায়গায় এই রক্তদান শিবিরের আয়োজন যা আগে কখনো ঘটেনি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সভা হয়। সেই জায়গায় বেছে নিলেন ,কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, প্রতিবছরের ন্যায় এ বছর রক্তদান শিবির করলেও ,এইভাবে তারা এই স্থানে কোনদিন করেননি ,তাদের একটাই উদ্দেশ্য এবারের পথ চলতি মানুষ, পথ চলতি অফিসের যাত্রীরা ,যদি এক ফোঁটা রক্ত দিয়ে একটি মানুষের জীবন বাঁচান,
সেই উদ্দেশ্যকেই লক্ষ্য করে আজকের এই মাঠে রক্তদান শিবির ,তবে কর্মকর্তারা বলেন আমরা খুব ভালো সাড়া পেয়েছি ,সকাল থেকে সারাদিন আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্ন জায়গা থেকে আসা পথ চলতি মানুষ ও অফিস ফেরত যাত্রীরা। আমরা এখনো পর্যন্ত দেড়শোর মতো রক্তদাতা, রক্ত দিয়েছেন ,আমরা তাদের কুর্নিশ জানাই ,আমাদের পাশে থাকার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য…..। শুধু তাই নয় বিভিন্ন পদে থাকা গণমান্য ব্যক্তিরাও আজকে আমাদের এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়েছেন। তাহাদের মধ্যে উল্লেখযোগ্য বনহুগলীর যুব সংগঠনের শংকর রাউত মহাশয়, যিনি নিজেও রক্তদান শিবির উৎসব করেন এবং রেকর্ড মাত্রায় মানুষ রক্ত দিতে আসেন। প্রায় আড়াই হাজার রক্ত দাতা রক্ত দেন ওনার শিবিরে, আজ তাকে আমরা পেয়ে গর্বিত। এবং তাহার এক ফোঁটা রক্ত আমাদের কাছে মহৎ পাওনা,। এবং যেভাবে এই রক্তদান শিবিরের সকল সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়েছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, , প্রচন্ড গরমে রক্তের এত অভাব, রক্ত ঠিকমতো পাওয়া যাচ্ছে না ,তার কিছুটা অংশ পূরণ করতেই আমাদের এই মহৎ কাজ, আমাদের উদ্যোগ, । আর এই রক্তদান শিবিরের কথা মনে পড়লেই, মান্নাদের সেই কফি হাউসের কথা সবার মনে পড়ে ,তাহার বিখ্যাত গানটিও….. আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অচিন্ত্য কুমার লাহা, প্রেসিডেন্ট অসীমা কানুনগো, ভাইস প্রেসিডেন্ট সুদী কুমার রায়, উপস্থিত ছিলেন শঙ্কর রাউত, গোপাল সাহা, কৌশিক বসাক, ডক্টর শিউলি শবনম…. এছাড়াও কমিটির যারা সহযোগিতা করেছেন, দীপঙ্কর ঘোষাল অদ্রিতা দত্ত, বরুন দে ,সায়ন দাস, সোমা লাহা সৌগত লাহা, মৃন্ময় চন্দ্র ,জয়ন্ত আইচ সহ অন্যান্যরা………। রক্তদান মহৎ দান আপনাদের এক ফোটা রক্ত একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে, রক্ত দিন জীবন বাঁচান……। রিপোর্টার ..=কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়