প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ৩:২৪ পূর্বাহ্ণ
কলকাতায় আজ শুভ বিজয়া দশমী , মা দুর্গা কে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে বিকেল থেকে শুরু হয়েছে মাকে বরণ করার উৎসব ।
কলকাতায় আজ শুভ বিজয়া দশমী , মা দুর্গা কে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে বিকেল থেকে শুরু হয়েছে মাকে বরণ করার উৎসব ।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আজ মা দুর্গা কে ফিরতে হবে কৈলাসে তাই চোখে জল হাজারো মন খারাপের মাঝে হাসিমুখে

সিঁদুর খেলে ও মিষ্টি মুখ করার মাধ্যমে ওনাকে বিদায় জানান সকলে কারণ মা দুর্গা দেবী রূপে পূজিত হলেও বিদায় নেন কন্যা রূপে।
একদিকে সকাল থেকে শুরু হয় মা দুর্গাদেবী কে বরণ করার পালা মন্ডপে জমায়েত হন উৎসবে মাতোহারা

বহু মানুষ। বিজয় দশমী পূজোর সাথে মেতে ওঠে ঢাকের তালে ধুনুচি নিত্য, ঢাকের বলে বেজে ওঠে ঠাকুর থাকবে কতক্ষণ ,,,, ঠাকুর যাবে বিসর্জন।
মেয়েরা একে অপরকে সিঁদুর রাঙিয়ে দেন সমানতালে চলে মিষ্টিমুখের পর্ব। সব মিলে হয়ে ওঠে বন্যময় সুন্দর উৎসব ,

তাদের কথায় উমা বিদায় আজ মন ভারাক্রান্ত ঠিকই তবুও আজ থেকে আবার আগামী বছরের দিন গোনা শুরু।


এই ভাবেই বছর ভর অপেক্ষা করে থাকে বাঙালি। প্রতিটি মানুষ ও দেশবাসী।

শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো

Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.